Terms and Conditions

অভিভাবকের জ্ঞাতব্য বিষয় ও সম্মতি :

* প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন জেনে সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নেবেন

* কোনো অভিযোগ থাকলে তা সরাসরি প্রতিষ্ঠান প্রধান বা কর্তৃপক্ষকে মৌখিক/লিখিত ভাবে জানাবেন

* কোনো অভিযোগ থাকলে তা সরাসরি প্রতিষ্ঠান প্রধান বা কর্তৃপক্ষকে মৌখিক/লিখিত ভাবে জানাবেন

* মহিলা অভিভাবকগণ হিজাব/পর্দা সহকারে শালীন পোশাক পরিধান করে মাদরাসায় আগমন করবেন

* ছাত্রকে প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন মেনে চলতে সহযোগিতা করবেন

* ছাত্র মাদরাসার কোনো নিয়ম-কানুন, আচরণবিধি ভঙ্গ করলে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মেনে নেবেন

* Test ও বার্ষিক পরীক্ষায় B গ্রেড এর নিচে পেলে প্রমোশন ও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না

* কোনো ছাত্র কর্তৃপক্ষের অজ্ঞাতসারে মাদরাসা থেকে চলে গেলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবে না

* শিক্ষার মানসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য গঠনমূলক পরামর্শ দেয়ার চেষ্টা করবেন

* পাওনা পরিশোধের ক্ষেত্রে নিন্মোক্ত বিষয় মেনে চলবেন:

* ক. মাসিক প্রদেয় টাকা চলতি মাসের ০৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে

* খ. নির্ধারিত তারিখের মধ্যে প্রদেয় টাকা পরিশোধ করতে না পারলে প্রিন্সিপালের লিখিত অনুমতি নিতে হবে

* গ. আবাসিক কোন শিক্ষার্থী শিক্ষাবর্ষ শেষ হওয়ার পূর্বেই স্বেচ্ছায় হোস্টেল ত্যাগ করতে চাইলে সেক্ষেত্রে

* শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ের জন্য নির্ধারিত হারে মাসিক ফি দিতে হবে।

* ঘ. মাদরাসা ছুটি বা শিক্ষার্থীর ব্যক্তিগত কারণে হোস্টেলে না থাকলে সেক্ষেত্রে কোন ফি মওকুফ করা হবে না

* ঙ. ভর্তির সময় প্রদেয় টাকা ফেরত দেয়া হয় না ।

* চ. অভিভাবক অর্থনৈতিক চুক্তিনামায় স্বাক্ষর করবেন।

ছাত্রের জ্ঞাতব্য বিষয় ও সম্মতি :

* নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে

* নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে। বিশেষ করে ক্লাস ও খেলার সময়

* কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হোস্টেল ও ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না।

* প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ সকলের সাথে শিক্ষার্থীর আচরণ হবে মার্জিত, ভদ্র ও গ্রহণীয়

* প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠান প্রদত্ত নির্ধারিত পরিচয়পত্র সাথে রাখতে হবে।

* কমপক্ষে ৯০% ক্লাস ও কোচিং-এ উপস্থিত থাকতে হবে

* কোনো ছাত্র দ্বীনি পরিবেশ বজায় রাখতে অপারগ হলে, প্রতিষ্ঠানের স্বার্থ-বিরোধী বা আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে জড়িত থাকলে T.C দেয়া হবে।

* বার্ষিক পরীক্ষা ও Test পরীক্ষায় B গ্রেড এর নিচে পেলে প্রমোশন ও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না

* অনুমতি ছাড়া কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকলে প্রমোশন পাবেনা এবং বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না

* পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে

* প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলতে হবে।

* অফিস এবং শিক্ষকদের রুমে প্রবেশের সময় অনুমিত নিতে হবে।

* প্রতিষ্ঠান ত্যাগ এবং প্রতিষ্ঠানে প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে

* দৈনন্দিন রুটিন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে

* মোবাইল ফোন ও mp3 জাতীয় কোনো ইলেক্ট্রনিক ডিভাইস রাখা যাবে না।

* প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের বাইরে নিজকে একজন সত্যিকার মুসলিম হিসেবে উপস্থাপন করতে হবে

* প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় টুপি, পায়জামা-পাঞ্জাবী পরিধান করতে হবে

* চুল মাদরাসার নিয়মে ছোট রাখতে হবে

* প্যান্ট পরা যাবে না এবং দাড়ি কাটা যাবে না। পাজামা টাখনুর উপর পরতে হবে এবং শর্ট পাঞ্জাবি পরা যাবে না।

* প্রতিষ্ঠানের কোনো সম্পদ নষ্ট করলে তার ক্ষতিপূরণ দিতে হবে

* প্রত্যেক হাফেযে কুরআনকে নির্ধারিত তিলাওয়াত ক্লাসে উপস্থিত থাকতে হবে

* Facebook ব্যবহার করা যাবে না

বোর্ড পরীক্ষা [জেডিসি, দাখিল ও আলিম] বিষয়ক জ্ঞাতব্য বিষয় :

* বোর্ড পরীক্ষায় রেজি: করার জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে

* নির্ধারিত মডেল টেস্ট ও বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে

* রেজি: পরিবর্তন করতে হলে শিক্ষা বোর্ডের মাধ্যমে করতে হবে

* Test পরীক্ষায় B গ্রেড এর নিচে পেলে প্রমোশন হবে না।

* কমপক্ষে ৯০% ক্লাস ও কোচিং এ অংশগ্রহণ করতে হবে

* পরীক্ষার্থীদের জন্য যে সকল প্রোগ্রামের আয়োজন করা হবে তাতে উপস্থিত থাকতে হবে

* পরীক্ষার্থীদের Guideline মেনে চলতে হবে

* Discipline Day তে উপস্থিত থাকতে হবে

* প্রয়োজনে আবাসিক হতে হবে

* বোর্ড পরীক্ষার্থী ছাত্রকে সংশোধন করার জন্য যে ক্রমধারা অবলম্বন করা হবে: নসিহত করা, ব্যক্তিগতভাবে মোটিভিশন করা,ত্রুটিপূর্ণ বিষয়ে সতর্ক করা, Punishment এর আওতায় আনা ও অভিভাবকসহ বসা এবং লিখিত অঙ্গীকারনামা নেয়া।এরপরও সংশোধন না হলে T.C দেয়া হবে।